বাংলা টাইপিংয়ে সেরা অভিজ্ঞতার জন্য একটি উদ্যোগ
প্রচলিত বাংলা ফোনেটিক টাইপিংয়ের জন্য অভ্র নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। কিন্তু অভ্রতে দ্রুত টাইপ করার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হলো বার বার Shift Key ব্যবহারের প্রয়োজনীয়তা। এর ফলে লেখার স্বাভাবিক গতি ও ধারাবাহিকতা নষ্ট হয় এবং টাইপিং স্পিড একটি নির্দিষ্ট সীমার পর আরও বাড়ানো কঠিন হয়ে পড়ে।
এই সমস্যার সমাধানে আমরা চীনের 'পিনইন' (Pinyin) রোমানাইজেশন পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়েছি। পিনইন মডেলে কেস-ইনসেনসিটিভ (case-insensitive) ফোনেটিক ম্যাপিং ব্যবহার করা হয়, যার ফলে চীনারা তাদের ভাষায় ইংরেজির চেয়েও দ্রুত গতিতে টাইপ করতে পারে।
ক্ষিপ্র প্রকল্পে আমরা ঠিক এই ধারণাটিই বাংলা টাইপিংয়ে নিয়ে আসার চেষ্টা করছি, যেন Shift Key-এর ব্যবহার ছাড়াই দ্রুত ও স্বচ্ছন্দ গতিতে বাংলা লেখা যায়।
তাছাড়াও, চীনা ভাষা লেখার সময় প্রেডিকটিভ টেক্সটের সর্বোচ্চ ব্যবহার করা হয়। 'Typing Booster' এর মাধ্যমে ক্ষিপ্র ব্যবহার করলে লেখার সাথে সাথে ইন্টেলিজেন্ট সাজেশন পাওয়া যাবে। সাজেশন কিবোর্ড থেকে হাত না সরিয়ে কীভাবে কমিট করা যায় সেটা ডকুমেন্টেশন শিখিয়ে দেওয়া হবে।
আপনার ডিভাইসে ক্ষিপ্র
ক্ষিপ্র শুধু একটি সফটওয়্যার নয়, এটি বাংলা টাইপিং-এর একটি নতুন আইডিয়া। আনুষ্ঠানিকভাবে ক্ষিপ্র শুধু লিনাক্সে পাওয়া গেলেও, আমাদের অসাধারণ কমিউনিটির হাত ধরে উইন্ডোজেও এটি বিভিন্নভাবে ব্যবহার করা যাচ্ছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডেও আসছে!
ক্ষিপ্র চালানোর জন্য আপনার সিস্টেমে `m17n` ইনস্টল থাকা প্রয়োজন। আপনার ইনপুট মেথড অনুযায়ী `ibus-m17n` বা `Fcitx-m17n` ইনস্টল করুন।
স্মার্ট সাজেশনের জন্য `ibus-typing-booster` ইনস্টল করতে হবে। এক্ষেত্রে `ibus-m17n` ইনস্টল করা থাকতে হবে।
sudo apt install ibus-m17n ibus-typing-booster
(ডেবিয়ান/উবুন্টু ভিত্তিক ডিস্ট্রোর জন্য।)
নিচের কমান্ডটি টার্মিনালে চালিয়ে দিন। এটি অটোমেটিকভাবে সর্বশেষ ভার্শনটি ইনস্টল করে দেবে।
sudo rm /usr/share/m17n/bn-khipro*.mim; cd ~/; rm -rf khipro-m17n; git clone https://github.com/rank-coder/khipro-m17n.git; cd ~/khipro-m17n; sudo cp bn-khipro*.mim /usr/share/m17n/
ইনস্টলেশন শেষে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন অথবা লগ-আউট করে আবার লগ-ইন করুন।
সেরা অভিজ্ঞতার জন্য আপনার সিস্টেমের ইনপুট মেথড সেটিংসে গিয়ে 'Bengali (khipro-m17n)' যুক্ত করুন এবং `ibus-typing-booster`-এর সেটিংস README অনুযায়ী কনফিগার করুন।
বিস্তারিত কনফিগারেশন দেখুন →আমাদের আড্ডায় যোগ দিন
ক্ষিপ্র একটি কমিউনিটি প্রজেক্ট। আপনার যেকোনো প্রশ্ন, আইডিয়া বা সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের আড্ডায়। আপনার অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা।